বিশেষ প্রতিনিধি, খবর দিন রাত।।
হুমায়ুন চৌধুরী, চট্টগ্রাম: চট্টগ্রামে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের এক সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার (১ ফেব্রুয়ারী) রাতে বিষয়টি জানান চান্দগাঁও থানার ওসি আফতাব উদ্দিন।
তিনি জানান, শনিবার সকাল ৭টার অভিযান পরিচালনা করে চান্দগাঁও থানাধীন মোহরা কাজীর হাট এলাকা থেকে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ ও চান্দগাঁও থানার মামলা নং-১১, তারিখ-১৪/১১/২০২৪ইং, ধারা-১৪৩/১৪৭/১৪৮/ ১৪৯/৩২৪/৩২৬/৩০৭/১০৯/৩৪ পেনাল কোড-১৮৬০ তৎসহ ১৯০৮ সালের বিস্ফোরক উপাদানবলি আইনের ৩-ক মামলার নিয়মিত আসামী মোঃ মনির (৩৭), পিতা-মোঃ হানিফ, মাতা-মৃত খালেদা বেগম, সাং-চরলক্ষী, হাফিজ সরদার বাড়ী, ০৯ নং ওয়ার্ড, থানা-লালমোহন, জেলা-ভোলা, বর্তমানে-মোহরা, কাজীর হাট, কুলাপাড়া, বশির বিল্ডিং এর ২য় তলা, থানা-চান্দগাঁও, জেলা-চট্টগ্রামকে গ্রেফতার করা হয়েছে।
পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহনের জন্য আগামীকাল তাকে আদালতে হাজির করা হবে বলেও জানান তিনি।