বিশেষ প্রতিনিধি, খবর দিন রাত।।
এমডি আল মাসুম খান: খুলনা বিশ্ববিদ্যালয়ের ছাত্র অর্ণব কুমার সরকার (২৬) হত্যা মামলায় আরও দুই আসামীকে আটক করেছে সোনাডাঙ্গা মডেল থানা পুলিশ। রাতে সোনাডাঙ্গা থানা এলাকায় অভিযান চালিয়ে এদেরকে আটক করা হয়েছে।
পুলিশের হাতে আটককৃতরা হলেন, সোনাডাঙ্গা আদর্শপল্লী এলাকার বাসিন্দা খোকন শেখের ছেলে মোঃ রমজান শেখ ও খুলনা সদর থানা এলাকার মুন্সিপড়া এলাকার বাসিন্দা আরিফুল ইসলাম মিঠুর ছেলে জাহেদুল ইসলাম তুরান।
আলোচিত এই মামলায় রিমান্ডে নেওয়া অর্ণব হত্যা মামলার অপর আসামি গোলাম রাব্বানি হত্যাকাণ্ড সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছেন।
বিষয়টি নিশ্চিত করে কেএমপির উপ পুলিশ কমিশনার (দক্ষিণ) মো মনিরুজ্জামান মিঠু গণমাধ্যমকে জানান, বুধবার রাতে সোনাডাঙ্গা থানা এলাকায় অভিযান চালানো হয়। বিশেষ অভিযানের সময় তাদের ২ জনকে আটক করা হয়। তারা ২ জন খুলনা বিশ্ববিদ্যালয়ের ছাত্র অর্ণব হত্যা মামলার গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছেন। এ হত্যাকান্ড সম্পর্কে বিভিন্ন স্থান থেকে তথ্য আমাদের কাছে আসছে। সেগুলো যাচাই বাচাই করা হচ্ছে। সব মিলিয়ে আমরা তদন্ত কাজ অনেক দূর এগিয়ে নিয়েছি।
তিনি বলেন, খুবি ছাত্র অর্ণবের বন্ধু গোলাম রাব্বানি হত্যাকান্ড সম্পর্কে অনেক গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছে। তবে তদন্তের স্বার্থে অনেক কিছু প্রকাশ করা সম্ভব হচ্ছেনা।
এদিকে, মামলার তদন্ত কর্মকর্তা এসআই আশরাফুল আলম ৭দিনের রিমান্ডের আবেদন জানিয়ে আসামী রমজান ও তুরানকে আদালতে সোপর্দ করলে তাদেরকে কারাগারে প্রেরণের নির্দেশ দেওয়া হয়েছে।
মামলার তদন্ত কর্মকর্তা বলেন, রমজান ও তুরানকে নগরীর সোনাডাঙ্গা মডেল থানা এলাকা থেকে গ্রেপ্তার করা হয় তাদের খুবি ছাত্র অর্ণব হত্যা মামলায় গ্রেপ্তার দেখিয়ে ৭ দিনের রিমান্ডের আবেদন জানিয়ে প্রেরণ করলে আদালত রিমান্ড শুনানির দিন ধার্য করে কারাগারে পঠিয়েছেন। তাদের দু’জনকে রিমান্ডে পেলে অনেক তথ্য পাওয়া যাকে বলে তিনি মনে করেন।
উল্লেখ্য, গত শুক্রবার রাতে নগরীর শেখপাড়া তেতুলতলা মোড়ে সন্ত্রাসীরা গুলি ও কুপিয়ে হত্যা করে খুলনা বিশ্ববিদ্যালয়ের ব্যবসা প্রশাসনের ছাত্র অর্ণবকে হত্যাকান্ডের পর দিন নিহত অর্ণবের বাবা নিতিশ কুমার বাদী হয়ে সোনাডাঙ্গা থানায় বাদী হয়ে একটি হত্যা মামলা দায়ের করেন, যার নং ২৬।
এর আগে এ হত্যাকান্ডের ব্যাপারে জিজ্ঞাসাবাদ করার জন্য পুলিশ নিহত অর্ণবের ৩ বন্ধুকে হেফাজতে নেয়। অর্ণবের দু’বন্ধুকে ছেড়ে দিলেও পুলিশ হত্যা মামলায় সন্দেহভাজন অর্নবের বন্ধু গোলাম রাব্বানিকে গ্রেপ্তার করে।