দীপক দেবনাথ,খবরদিনরাত
ব্রাহ্মণবাড়িয়া সরাইলে সড়ক দুর্ঘটনায় ১ জন নিহত হয়েছে। মঙ্গলবার সকালে ঢাকা সিলেট মহাসড়কের বাড়িউড়া নামক স্থানে এই দুর্ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার সকালে বাড়িউড়া নামক স্থানে রাস্তা পাড়াপাড়ের সময় সাফিয়া খাতুন (৬০) নামে এক মহিলাকে ট্রাক চাপা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। সে সরাইল উপজেলার নোয়াগাও ইউনিয়নের আইরল গ্রামের মরহুম আবদুল ওয়াদুদের স্ত্রী।
নিহতের ছেলে মালিহাতা মাদ্রাসার মহতামীম মুফতী নূরুল ইসলাম জানায় তার মা নানা বাড়িতে বেড়াতে গিয়েছিল, পরে বাড়ি ফেরার পথে এই দূর্ঘটনা ঘটে।
পরে খাটিহাতা হাইওয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে নিহতের লাশ উদ্ধার করে নিয়ে আসে। ঘটনাস্থল থেকে ঘাতক ট্রাকটিকে আটক করে পুলিশ।