আক্তার হোসেন খবরদিনরাত ডটকমঃ
ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরের বাঁশপাতা কাঁটতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে আলমগীর ভূঁইয়া (৩৭) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে। শুক্রবার দুপুর সাড়ে ১২টায় উপজেলা সদর ইউনিয়নের কুলিকুন্ডা গ্রামের দক্ষিণপাড়ায় এ ঘটনা ঘটে। আলমগীর কুলিকুন্ডা গ্রামের মৃত নিজাম ভূঁইয়ার ছেলে।
পরিবার ও স্থানীয় সূত্রে জানা গেছে, আলমগীর পেশায় একজন কৃষক। বৃষ্টির কারণে তার কয়েকটি গরু নিয়ে মাঠে যেতে পারছিল না। তাই গরুর জন্য বাঁশের পাতা কাটতে যায় আলমগীর। ওই বাঁশ গাছের উপর দিয়ে একটি বিদ্যুতের তার পাশের দোকানে সংযোগ দেওয়া হয়েছে। বাঁশ গাছে দা দিয়ে কুপ দিতেই বিদ্যুৎস্পৃষ্ট হয়ে পাশের একটি ডুবায় পড়ে যান আলমগীর। এরপর স্থানীয়রা তাকে উদ্ধার করে নাসিরনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।
নাসিরনগর থানা ওসি মো. হাবিবুল্লাহ সরকার বলেন, বিদ্যুৎস্পৃষ্ট হয়ে কৃষকের মৃত্যুর খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ গিয়েছে। নিহতের পরিবারের সঙ্গে কথা বলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।