আক্তার হোসেন, খবরদিনরাত ডটকমঃ
ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে ৪৬ কেজি গাঁজাসহ একটি পিকআপভ্যান আটক করেছে সরাইল থানার পুলিশ। গতকাল বৃহস্পতিবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার সদর ইউনিয়ন জিলুকদার পাড়া এলাকায় বায়তুশ শরফ জামে মসজিদের পাশে খালি জায়গা হইতে আটক করা হয়।
আটক পিকআপভ্যানের বিষয়টি বৃহস্পতিবার রাতেই সরাইল থানা থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, সরাইল সার্কেল সিনিয়র সহকারী পুলিশ সুপার মোঃ আনিছুর রহমান এর দিকনির্দেশনায় সরাইল থানার অফিসার ইনচার্জ ওসি মোঃ আসলাম হোসেনের সার্বিক তত্ত্বাবধানে ও পুলিশ পরিদর্শক (তদন্ত) মোঃ শেহাবুর রহমান এর নেতৃত্বে গোপন সংবাদের ভিত্তিতে ২৮ এপ্রিল বৃহস্পতিবার রাতে এসআই (নিরস্ত্র) /মোঃ সাইফুল ইসলাম, এএসআই (নিরস্ত্র)/মোঃ আব্দুল মোতালেব, এএসআই (নিরস্ত্র)/মোঃ রুবেল আখন সঙ্গীয় ফোর্সের সহায়তায় সরাইল উপজেলা সদর ইউনিয়ন জিলুকদার পাড়া এলাকায় বায়তুশ শরফ জামে মসজিদের পাশে খালি জায়গা হইতে একটি পিকআপ ভ্যান আটক করেন। এ সময় পিকআপ ভ্যানের চালক পালিয়ে যায়। পরে পিকআপ ভ্যানে রাখা ১৩ প্যাকেট গাঁজা পাওয়া যায়। প্রতি প্যাকেটে গাঁজার পরিমাণ সব মিলে মোট ৪৬ কেজি, যার বাজার মূল্য আনুমানিক মূল্য ৯ লক্ষ ২০ হাজার টাকা। উক্ত বিষয়ে সরাইল থানার নিয়মিত মামলায় রুজু প্রক্রিয়াধীন।